হৃদয়বিদারক দৃশ্য

রাখি বক্ষে মর্ম্মদংশী নিৰ্ম্মম কীটেরে
হাসিস্ কেমনে ওলো নির্লজ্জ কুসুম?
বাজে ব্যথা মনে, চখে জল আসে, হেরে।
তুইও,- তুইও হা’রে ছলনা-নিপুণ?

অথবা মোদেরি মত জগতের ভয়ে
তোরেও করিতে হয় আপনা গোপন?
অশ্রুর নির্ঝর যদি উথলে হৃদয়ে,
বাহিরে করিস্ তাহে হাসির স্বজন!

বুঝেছি ও হাসি তোর- বুঝিয়াছি তবে।
কি হৃদয়বিদারক দৃশ্য এ ভীষণ!
নির্ঘুম সংসার শত নিষ্পীড়নে যবে
প্রতি রক্তবিন্দু টুকু করে বিদোহন,
তখনো আমরা তারি সন্তোষের লাগি
আপনা বিস্মৃত হয়ে সদা ত্রস্ত থাকি।-

১৩০৫ সাল।