আজিকে আমার প্রাণে উঠিয়াছে কি উচ্ছাস,
আপনারে বিলাইতে হইতেছে অভিলাষ।
অণু পরমাণু হয়ে জগতে ছড়ায়ে রব,
নিজের সামগ্রী মত সবারি আপন ক’ব।
কেহ রহিবে না বৈরী, রহিবে না পর কেহ,
সবারে বাঁটিয়া দিব হৃদয়ের এই স্নেহ।
কুসুম ত নাহি ফোটে কভু আপনার তরে,
ক্ষণিক জীবন টুকু চলে যায় পরে পরে।
ক্ষুদে সে হৃদয় টুকু শুধুই পরেতে ভরা,
সবারে বাঁধিয়া রাখে দিয়া আপনারে ধরা
হাসি, গন্ধ, মধু টুকু, জীবনের সার তার,
তাও সে রাখিয়া যায় মরণের পরপার।
আমার এ ক্ষুদ্র বুকে আছে যত টুকু স্নেহ,
সবারে বাঁটিয়া দিব, যাবে না ফিরিয়া কেহ।
জগতে যে যেথা আছ এস পরাণের কাছে,
সবারে হৃদয় মোর স্নেহেতে বাঁধিতে যাচে।
আমার হৃদয়মাঝে এই বড় সাধ জাগে,
কোটী অণু পরমাণু বিভক্ত করিয়া ভাগে-
আপনারে, জগতের বুকে দিই মাখাইয়া;
সবারি হৃদয়সাথে দিই হৃদি মিশাইয়া।
, ১৩০১।