(অনুবাদ।)
শান্তির নিকট হ’তে বিদায় চাই গো অয়ি
বিষাদিনী হৃদয় আমার!-
আনন্দের দিনগুলি অতীত, অতীত তব;
-নিত্য বাড়ে দুঃখের আঁধার।
নেহার, সন্ধ্যার ছায়া ত্বরিত গতিতে কিবা
ছেয়ে ক্রমে ফেলে চারিধার।
আসিছে সুদীর্ঘ নিশা; কে জানে কে জানে হায়!
কোথাও কি শেষ আছে তার!
সূৰ্য্য অস্তে গেছে চলে; নিসর্গের সজীবতা
সঙ্গে নিয়ে গেছে আপনার।-
বহিয়া যাইবে যুগ মাঝখানে; হেথা তার
ফিরিয়া আসিতে পুনর্ব্বার!
* * * *
অশান্তির নিকেতন চির নিশিদিন ধরি’
প্রেমিক যে হৃদয় তাহার!
অভিভূত, আত্মহারা, আনন্দে যেমন তর;
-প্রবল তেমনি দুঃখভার।
উল্লাসে মগন যেন সর্বব চরাচর, যবে
পাই তারে নিকটে আমার।
ইহাও তখন হায়! একেবারে যাই ভুলে,
-তারে আমি হারাব আবার।-
যখন হারাই তারে, চারিদিকে হেরি চোখে,
উচ্ছলিত শোকের পাথার!
আর সেই মুখখানি হেরিব না কভু, ভাবি’
ঝরে চক্ষে অশ্রু হতাশার!
Cowper.
১৩০৫। আশ্বিন।