স্বাভাবিক ধর্ম্ম

ভালো কি ভালো না, বৃথায় বল না
কেন, শুধাও বারম্বার?
অন্তরে, বাহিরে, নাহি যদি মেলে,
আমি কি করিব তার?
পাষাণ-প্রতিমা এতই কি ভাল?
প্রাণের ধরমহীন!
অচল অটল সমান সদাই,
শীতে গ্রীষ্মে নিশিদিন।

“কেন”- এ কথার আছে কি উত্তর?
শুধাও একটীবার-
ওই প্রবাহিণী পারে না রোধিতে,
কেন স্রোত আপনার?

কি অনন্ত বেগে কত কাল হ’তে
অযুত গ্রহের দল
চলে শূন্যপথে;- বন্ধু একবার
দাঁড়াতে ওদের বল।
উন্মাদ বলিয়া হেসো না কেবলি,
মনে কি ভেবেছ সার,-
জীবনের গতি এত ইচ্ছাধীন?
কে তবে পাগল আর?
চির দীর্ঘশ্বাস গুরুভার যদি
হৃদয়ে বহিতে হয়,
শরীরের প্রতি শোণিতের কণা
হয় যদি অশ্রুময়,
সেও ভাল; তবু বিনিময়ে তার
সুখ দুঃখ জ্ঞানাতীত-
জড়ের জীবন, নাহি চাহি তাহা;
প্রকৃতির বিপরীত!

১৯শে মাঘ। ১৩০৪।