কি যে সুধা-স্বপ্ন-ময়
আনন্দ-মূরতিখানি
তোরা সবে এ মর ধরায়!
না জানি কি স্পর্শমণি
আছে রে তোদের কাছে
-অশ্রু, সেও হাসি হ’য়ে যায়!
নিমেষে সকল তাপ
অতি লঘু বাষ্প সম
চলে যায় হৃদয় তেয়াগি,-
রাঙা ও অধর-শেষ
ও হাসি স্বর্গের বালা
ঘুম হাতে ওঠে যবে জাগি!
সমস্ত নিখিল ধরা
নিজেরো অস্তিত্ব সবি
মন হ’তে মিলাইয়া যায়;
ওই হাসি, ওই হাসি,
ওই সুধামাখা হাসি,
(দিবে কি সে ধরা বর্ণনায়?)
ওই হাসি হেরি যবে,
ওই অকলঙ্ক হাসি,
-ও হাসির ভুলনা কোথায়?
আমি ভাবি শুধু এই-
আছে কি পাষাণ হেন
ও হাসিতে ভুলে না যে হায়!
১৩০৫ সাল।