শিশুর হাসির সাথে কি দিব তুলনা।
নিষ্কলঙ্ক চাঁদে যেন ঝরে সুধা কণা।
মধুর স্বর্গীয় হাসি ইচ্ছা হয় যেন।
তুলে রাখি ও হাসিটি দেখি সর্ববক্ষণ।
দেবগণও মুগ্ধ হয় ও হাসি দেখিয়া।
প্রস্ফুটিত ফুলে যেন ঝরে গো অমিয়া।
শিশুর মধুর হাসি যেখানেতে নাই।
স্বর্গীয় বিমল জ্যোতি নাহি গো তথায়।
পরমেশ দয়ালেশ কর মোরে দান।
শিশু-হাসি দেখে যেন জুড়াই এ প্রাণ।
১২৯৮; শ্রাবণ।