সঙ্কীর্ত্তন

হরি হে! তব মধুর নাম
গাহে অবিরাম পাখী;
ও অমৃত নামে বিবশ হৃদি,
প্রেমে বিহ্বল আঁখি।
হরি! তোমার প্রেমে পাগল বায়ু
গাহিছে প্রেমের গান,
প্রাণভেদী ওই পাগল সুরে,
অধীর পাগল প্রাণ।
আমারো এ চিতে জাগিছে সাধ
গাহিতে মধুর নাম;-
হরি হে, হরি হে, হরি হে, হরি;
হরি হে সত্যধাম।
হরি! তোমার প্রেমে সূৰ্য্য শশী
গ্রহমণ্ডল যত,
নাচিয়া নাচিয়া মহা আনন্দে
ফিরিছে পাগল মত।
কনক কিরণধারে সুন্দর
আনন্দরাশি ফুটিছে,
মুগ্ধ, ক্ষুদ্র এ হৃদি মোর
তাদের সাথে ছুটিছে।
হরি! নিখিল বিশ্ব তোমার প্রেমে
ডুবিয়া,- আপনা ভুলে,
তোমারি দান, করিতে দান,
তোমারি চরণ মূলে-
মহা আগ্রহে চলেছে অধীরে
অনাদি সময় হ’তে,
আশা-রজ্জু গাছি ধরিয়া দৃঢ়,
-অনন্ত শূন্য পথে।
আমিও আঁজি তোমারে স্মরি,
চলি এ পথ ধরি;
তোমারি এ মোরে, সঁপিতে তোমা,
জগত কারণ হরি।