(সঙ্গীত।)
শুধু রচিয়া মধুর কাহিনী
কি হবে শুনালে?
নিমেষের সুখ,
সে তো নিমেষের বাহিনী।
আগেও যেমন, আছিল জগৎ,
তেমনি তো চির থেকে যায়;
শুধু, বরষের পরে বরষের রাশি
স্রোতের মতন বেগে ধায়।
মানব আমরা তারি মাঝে পড়ি’
দিবানিশি মরি ঘুরিয়া।
ক’জন আপন প্রাণপণ বলে
কুলে আমি বল ফিরিয়া?
শুধু, ভেসে যাব যদি তৃণেরি মতন
কেন তবে পিছে চাহি?
শুধু, দুরাশাই যদি ভাবিয়াছি মনে
কেন, তবে তার গান গাহি?
১৩০৫ সাল।