(গীত)
সংসার-আতপ-তাপে তাপিত এ তনু প্রাণ;
ডাকি তাই সকাতরে কোথা তুমি ভগবান?
এ অনাথ নিরাশ্রয়ে
গৃহে তব চল ল’য়ে,
জুড়াও হৃদয় শ্রান্ত, শান্তি-সুধা কর দান।
বহিতে পারি না আর
ভরা দুঃখ হাহাকার
অভিশপ্ত এ জীবন;- মাগি এর অবসান।
চির অন্ধকার কালো
তাও ভালো,- তাও ভালো;
-বিঁধিছে নয়নে আলো সম সুতীখণ বাণ!
১৩০৫।