সুখ কারে বলে?

সুখ, ওগো সুখ কারে বলে?
আমার ত হেন বোধ হয়,-
আমাদের এ ধরণীতলে
সুখ নাই- সুখ কিছু নয়৷

প্রণয়ীর প্রেমসম্ভাষণ,
বিরহীর আনন্দ মিলন;
নবোঢ়ার নব সাধ আশা,
যুবার প্রথম ভাল বাসা;
প্রেমিকের প্রথম চুম্বন,
পতির মধুর আলিঙ্গন;
কালস্রোতে কি না মিশে যায়?
কটী এর বেঁচে থাকে হায়!
এরি নাম সুখ যদি হয়,
ক্ষণিক সে- কিছু কিছু নয়!

১৮ই ভাদ্র, ১৩০১।