থাম, থাম, গেয়োনাক আর

থাম, থাম গেয়োনাক আর।
বাহিরের এ প্রশান্ত রাগিণীর সাথে
মিলিছে না ও সুর তোমার।-
হেথায় সকলি চারিদিকে
হাস্যময়, সুন্দর, শোভন।
তোমার হৃদয়-বিষ দিয়া
কোরো না, কোরো না আচ্ছাদন।
কে তুমি? আছে বা কতখানি
তোমার নির্দিষ্ট অধিকার?
এত টুকু সহ-অনুভূতি
চাহ তুমি নিকটে কাহার?
তীক্ষ্ণ ওই বেদনার সুর
বিঁধিবে কাহারে তাঁর সম
কে বুঝিবে কত তীব্র জ্বালা,
সাথে ওর আছে সংগোপন!-

১৩০৪ সাল।