তুমি রেখো

তুমি রেখো,- তুমি রেখো মোরে
সম্পদে বিপদে সদা প্ৰভু!
যেখানেই রহি, তোমা হ’তে
দূরে যেতে দিও না ক কভু!
নিজেরে বিশ্বাস একতিল
করি না; জানি যে বেশ আমি
মানবের শক্তি কতটুকু?
কি না জান তুমি অন্তর্যামী!

দয়াময়-নামের তোমার
মহিমা বিশ্বাস শুধু করি।
এই যেন কোরো দীননাথ!
ভাঙে না এ বিশ্বাসের তরী।-
অমঙ্গল সম্ভব যেথায়,
তুমি সেথা বর্ষিও মঙ্গল।-
সম্পদে বিপদে তব নাম
চির মম রহুক সম্বল!

১৩০৪। চৈত্র।