(সঙ্গীত)
তুমি সত্য, সনাতন, সর্ববব্যাপী!
তুমি নিত্য, নিরঞ্জন, নির্বিকার!
তুমি সৃষ্টি, স্থিতি, লয়, একনিয়ন্তা!
তুমি রূপগুণাতীত, নিরাধার!
তুমি মহাসুন্দর, আদি-অন্ত-হীন!
তুমি জ্ঞান, প্রেম, দয়া-পারাবার!
তুমি ক্ষুদ্র- মহতে সম বৰ্ত্তমান!
তুমি অদ্বিতীয় বিভু সারাৎসার!