(সঙ্গীত)
প্রাণভোরে শুধু ডাক্লে তাঁরে!
(তোর) অভাব যত, জন্মের মত
ঘুচে যাবে একেবারে!
ভয় কি তোমার? অবোধ মন!
তিনি যে ভয়ের ভয়-নিবারণ:
(তুমি) হও না কেন যতই দোষী,
তর্বে তাঁর চরণ ধ’রে!
তাঁহার কাছে কপট ভুলে,
মনের কথা বল্লে খুলে,
(তিনি) মুছিয়ে তোমার মলিন দেহ,
কর্বেন কোলে আদর ক’রে!
তোমার গর্ব্ব কর্বার নাইক কিছু,
(তাই) দাঁড়িয়ে পিছে, নয়ন নীচু;
(আছে) জীবের ধর্ম্ম- দুর্ব্বলতা,
সে জন্য আর ভেবোনা রে!
(তুমি) সকল শান্তি লভ, সঁপে
তাঁর চরণে আপনারে!