(সঙ্গীত।)
১ সখী- উঠ্লো তারকাকুল, হাস্লো শশী
গগন গায়।-
কাননে ফুট্লো ফুল, ভাস্লো ধরা
জ্যোছনায়।-
আকুলি’ দিশি দিশি, বইল সুবাস
মলয় রায়।
ওইলো রূপসী-নিশি নেমে আসে
পায় পায়।
২ সখী- আয় লো কাননে সই! যাই লো চল্
দুজনায়।
তুলবো ফুল ভ’রে ডালা,
মনের সাধে গাঁথবো মালা,
সাজার ফুলে ফুলে হৃদয় খুলে,
ফুলের রাণী ললিতায়।-
ফুলের সাজে, ফুলল সাঁঝে
চাঁদের আলোয় ফুলের মাঝে
খেলতে আজ ফুলের খেলা
সাধ যায়।
১৩০৩ সাল।