ভারতমাতার প্রতি

(সঙ্গীত)

আর কি জননি! ফিরে পাবি সে সম্ভতিদলে?
সে বিশ্বদাহক বীৰ্য্য পুনঃ কি উঠিবে জ্বলে?
সে দৃপ্ত চরণভারে,
বীরনাদ হুহুঙ্কারে,
আর কি হৃদয় তোর কাঁপিবে রে টলমলে?
হৃত সে গৌরব-হার,
গলে কি পরিবে আর?
ফিরে কি আসিবে পুনঃ, যে দিন গিয়াছে চলে?