ভীষন যন্ত্রণা

উঃ কি ভীষণ ব্যথা, হৃদয়ে পশেছে মোর,
পাগল করে কি দেবে মোরে!
জ্বলন্ত আগুন যেন ঢেলে কে দিয়েছে বুকে,
জ্বলে গেল,- গেল বুক পুড়ে৷

পারি না পারি না যে গো অনলে দহিতে আর,
পুড়ে মরা ভাল তার চেয়ে;
তা হলে তো শান্তি পাব, নিবিবে যাতনা ঘোর,
জুড়াইব মরণেরে পেয়ে।

* * * * * *

কোথা পিতা দয়াময়, দীনবন্ধু পরমেশ,
এক বার চাও মুখ তুলে;
হে বিভু করুণাময়! তোমারি দুহিতা আমি,
অভাগীরে নেবে না কি কোলে?

কোন্ পাপে হেন শাস্তি, বুঝিতে না পারি প্রভু,
কেন মোর যাতনা অপার;
এ ক্ষুদ্র বালিকাবুকে, কেন হে করুণাসিন্ধু,
চাপাইলে পাষাণের ভার৷

অবোধ দুহিতা তব যদি দোষী হয়ে থাকে,
পাইতে পারে না সে কি ক্ষমা?
তুমি ত গো দয়াময়, অশেষ করুণা তব,
দয়া বিতরণ কর আমা৷

অমৃত করুণানদী বহুক্ হৃদয়ে মোর,
নিবে যাক্ যাতনা অনল৷
হৃদয়শ্মশানে এই, তোমার আশীষে দেব,
ফোটে যেন শাস্তির কমল।

১৭ই শ্রাবণ, ১৩০১।