ভূমিকা

আছে গানে- এ আমার, অশ্রুজল হাহাকার,
অশান্তি হতাশ, আর মর্মভেদী দীর্ঘশ্বাস,
নাই হাসি নাই বাঁশী, আই প্রেমমধুরাশি,
নাইকো চাঁদের আলো, মলয়া, ফুলের বাস।-
নাই সৌরকরধারা, নাই শশী নাই তারা,
আছে শুধু অমানিশা ঘন ঘোর অন্ধকার।
তাই লয়ে,- যাহা আছে,- এসেছি তোমার কাছে,
-তোমার পবিত্র করে দিতে তুলে উপহার।
* * * * * * * *
এক বৎসর আগে,- বহিত আরেক ভাগে-
এ হৃদয়নির্ঝরিণী; গাহিত আরেক গান;
এক বছরের মাঝে,- স্রোত্মুখ ফিরিয়াছে,
এখন সঙ্গীতে তার নাহিক আর সে তান।
সে উচ্ছ্বাস নাহি আর,- এখন এ গানে তার;
এখন যা আছে, মূল্য কে বুঝিবে তার আর?
যদি কেহ বোঝে, দিদি!- তবে ঐ তব হৃদি;
তাই লয়ে আসিয়াছি দিতে তোমা’ উপহার।

চৈত্র, ১৩০১
আপনার সেই

স্নেহের মৃণাল