চোখ তার চোরাবালি

চোখ তার চোরাবালি
মন যে পাথর,
কবরের ওপরেতে
যেন বাঁধা ঘর।

ভালোবাসা যাকে
করে গেছে পর।

এখানে কখনো
আসেনি ফাগুন,
নেভেনি কখনো
এখানে আগুন।

তীর নেই, পার নেই,
এ কোন সাগর।

মেলেছে পাখা
অচেনা আকাশে,
জানেনা কোথায়
কী আছে শেষে।

স্বপ্নের ছাঁই যার
সিঁথির সিঁদুর,
মরণের পায়ে তার
জীবন-নুপুর।

বানে ডুবে গেছে
সময়ের চর।

কন্ঠ ও সুর: পঙ্কজ উদাস