তুমি ঠিক চলে এসো

গত বর্ষার কামীনির ঝাঁপি
এখনও রয়েছে তোলা,
শরৎ শিশিরে মিশে গেছে ঘ্রাণ
দৃষ্টির জানালা খোলা।

মেঘেদের হাতে পাঠিয়েছি চিঠি
হেমন্ত রঙে মেশো,
এবারের শীতে না হয় বসন্তে
তুমি ঠিক চলে এসো।

পূবেরই হাওয়া পশ্চিমে বায়
ছন্দে মেলায় গান,
আঁধারের পরে আলো আসবেই
ভুলেই যাও অভিমান।

তোমারই আশায় কেঁটেছে যামিনী
গ্রীষ্ম জানে সে কথা,
হেমন্ত আসে স্বপ্ন সাজিয়ে
কি ভীষণ আকুলতা!

কন্ঠ: সাইদ হাসান টিপু