আমি জানতাম

আমি জানতাম জানতাম আসবে
হাসি হয়ে আকশে ভাসবে,
এ মনের যত রঙ
নিয়ে তুলি হয়ে ছবি আঁকবে।

কতদিন কতরাত গেছে বয়ে
বসে আছি শুধু পথ চেয়ে,
এই মন অনুক্ষণ মানে নি সে বারণ
যেন জানতো জানতো কেউ আসবে।

ঐ দূর দূরের আকাশ সাক্ষী
এক হলো যেন দিনরাত্রি,
আজ তোমার আমার নেই সময় থামার
দু’জনেই একই পথযাত্রী।

কন্ঠঃ স্বস্তিকা মিত্র
সুরঃ নচিকেতা চক্রবর্তী