ঘুম আসে না

ঘুম আসে না, ঘুম আসে না
দুনয়নে অবিরত চেনা মুখ কতশত,
ভীড় করে হয়ে যায় আয়না।

নিঃঝুম এ রাত, সুদূরে প্রভাত
ভিজে চোখ গুনে যায়,
ভাবনার ধারাপাত।

কখনো এ পথ বেয়ে
বিভাসের সুর গেয়ে,
সূর্যের রঙ নিয়ে কেউ আসেনা।

দিন যায় আশায়, না আশার ছলনায়
ভেবে ভেবে দিশেহারা,
মন উজানে খেয়া বায়।

জানিনা সে ভাঙ্গা তরী
সাগরে যে দিল পাড়ি,
সাগর কি পাবে খুঁজে কেউ জানেনা।

কন্ঠ: শাওনী মিত্র
সুর: নচিকেতা চক্রবর্তী