প্রত্যাখানের পালা

তুমি আমার চুম্বন ফিরিয়ে দিয়েছো, তুমি পাপী;
ফুলের উপমা শুনে ফিরিয়ে নিয়েছো চোখ
তুমি দুঃখী হবে, -পাপ আর দুঃখ দিয়ে
তোমার সংসার হবে বাঁধা।

তুমি অভিশাপ দেবে?
দাও, সর্বশক্তিমান যিনি তিনি তো জানেন,
আমি নিষ্পাপ, নির্দোষ, তুমি পাপী,
এ-পাপ তােমার।

আমার চুম্বন স্পৃহার মধ্যে শুধু প্রেম ছিল,
অভিজ্ঞতা ছিল, -উপমার মধ্যে শুধু চিত্রকল্প ছিল,
ছিল শব্দ, ছিল ধর্ম, আর কিছু নয়।
তুমি আমার চুম্বন ফিরিয়ে দিয়েছো, তুমি পাপী,
তুমি ফিরিয়ে নিয়েছো চোখ -তুমি দুঃখী হবে,
এ-দুঃখ তোমার।

তুমি কোন মুখে অভিশাপ দাও? তুমি কোন
সাহসে তাকাও এই শুভ্র আকাশের দিকে?
ওখানে ঈশ্বর থাকেন, ঈশ্বর আমার মধ্যে,
আমি তাঁর নতুন বিন্যাস। আলিঙ্গন ছিঁড়ে ফেলে
তুমি ভুলে তাকেই ছিঁড়েছে।
আমাকে ফিরিয়ে দিলে? এ তােমার পাপ…