ভাই ও ভগিনী

ভাই বোনে পরস্পর, এক স্থানে নিরন্তর,
থেকে যেন না কর কলহ।
সতত সদ্ভাবে র’বে, তা’তে অতি সুখী হ’বে,
নৈলে দুঃখ পা’বে অহরহ।

কেহ মন্দ যদি করে, পরস্পর পরম্পরে,
বুঝাইয়া দিবে সযতনে।
যদি না বুঝা’তে চাও, রুষ্ট হ’য়ে গালি দাও,
তবে হ’বে সুফল কেমনে?

অবশ্য বুঝায়ে দিবে, আর সে তা না করিবে,
শান্তি হবে মনোবেদনার।
পিতা মাতা গুরুজন, হইবেন হৃষ্ট মন,
আনন্দ বাড়িবে সবাকার।

নিত্য নিত্য দেখিছ ত, বিহঙ্গম শত শত,
এক বৃক্ষে সদা বাস করে।
অবিরোধ পরস্পর, গান করে কি হুন্দর,
পরম আনন্দে কাল হরে।

তোমরাও সে প্রকারে, মিষ্টালাপে শিষ্টাচারে,
নিরন্তর নির্বিবাদে রবে।
তাহলে তাদের মত, আনন্দ লভিবে কত,
ভাই ভগ্নী চিরসুখী হবে।