গোলাপ

প্রফুল্ল গোলাপ পুষ্প করি দরশন,
কত আনন্দিত হয় মানবের মন।
কিন্তু তার সুকোমল পত্র সমুদয়,
মুহূর্ত্ত সুন্দর থাকি ক্রমে ম্লান হয়।
শুকাইয়া যায়, হায়! দিনেক ভিতর,
ক্রমে ক্রমে, খ’সে পড়ে ধরার উপর।
সুন্দর বরণ আর নাহি থাকে তার,
কিন্তু তবু করে সদা সুগন্ধ বিস্তার।
ভেবে দেখ মানবের রূপ বা যৌবন,
কিছু দিন তরে করে সৌন্দর্য্য-সাধন,
কিন্তু তাহা, কাল-বশে, যবে চ’লে যায়,
কাহার ক্ষমতা আছে ফিরাইতে তায়;
তবে তার গর্ব্ব কেন করি আকারণ,
সাধিতে কর্ত্তব্য সদা করিব যতন।
মনের সহিতে সদা সুকাজ করিব,
গুণে বিভূষিত হ’তে সচেষ্ট হইব।
দেহ লয় পাবে গুণ চিরকাল রবে,
শুষ্ক গোলাপের মত সুগন্ধ ছড়া’বে।