যদিও বালক আমি জানিনা এখন,
আমার অদৃষ্টে, কবে হবে কি ঘটন।
তথাপি, প্রতিজ্ঞা এই করিতেছি মনে,
যদি আমি বড় হই, মানে আর ধনে।
দুঃখিগণে পেটভরে অন্ন খেতে দিব,
কদাপি তাদের প্রতি ঘৃণা না করিব।
কাণা, খোঁড়া, বোবা আদি যখন দেখিব,
তাহাদের প্রতি আমি দয়া প্রকাশিব।
দয়া না করিয়া যদি উপহাস করি,
প্রতারণা করি কিম্বা মারি আর ধরি;
তাহ’লে তাদের মনে হবে বড় দুখ,
তাহাতে আমার মনে হবেনা ত সুখ।
বরঞ্চ, তাদের দুঃখ করিলে অন্তর,
অতি আনন্দিত হবে আমার অন্তর।
যদি কেহ গালি দেয় কখন আমায়,
আমি ত দিবনা গালি সেরূপ তাহায়।
যত গালি দিবে আমি সকলি সহিব,
মিষ্ট কথা বলে’ তারে হিত শিখাইব।
যদ্যপি আমার কাছে কেহ মিথ্যা বলে,
গালাগলি করে কিম্বা যদ্যপি সকলে।
পাগলের মত যদি কেহ কথা কয়,
অথবা যদ্যপি কেহ শপথ করয়,
জ্ঞান উপদেশ দিয়া কুপথ হইতে,
প্রথমে করিব চেষ্টা তাহারে লইতে।
যদ্যপি বিফল দেখি আমার যতন,
তাহলে সে স্থান হ’তে করিব গমন।
ইচ্ছা করে’ কারো মনে দুঃখ নাহি দিব,
সহজে কাহারো বাক্যে দুঃখ না করিব।
ভ্রমে কারো মনে দুঃখ দিলে কদাচন,
সাবধান রব আর না হবে তেমন।