এ শহর ডুবে যায়

এ শহর ডুবে যায় রাত্রির মায়ায়
যখনই ভুলে যাও এ আমায়
এ শহর কেঁদে যায়, অবহেলায় মিশে যায়
দুরে থাকা দুঃখের মেলায়।

যখনই অযতন আয়োজন করে যায়
খুঁজে পায় নিজেকেই বিষাদে
তোমারই অকারন ছিমছাম শোকে
নিভে যাই তখনি নিমিষেই।

এখানে আনমনে ফেরো যদি কখনও
ভেবে নইও কেউ নেই এখানে
আমারই কান্না তোমাকে কাঁদাবে
যেনে রেখো কখনও আবেগে।

কন্ঠঃ নিলয় দাশ
সুরঃ আইয়ুব বাচ্চু