অনন্ত রাত্রির সীমাহীনতায়
জেগে থাকা এই আমার
নির্ঘুম প্রহর গুনায়,
ফুরাবে কি আর কোনদিনও
জানা হলো না এখনো।
এক জন্মহীন নক্ষত্রের মতো
জেগে আছি আমি,
এক জন্মহীন নক্ষত্রের মতো
না হয় জেগে থাকবো।
সব গল্পের অন্ধকারে
মিশেছে দূরের বাতাস,
একাকীত্বের এই বাসরে
উড়েছে আমার অভিলাষ,
ফিরে আসেনি আর স্বপ্ন।
বেচেঁ থাকার অভিনয়ে
বেচেঁ আছি একাই,
জেগে থাকার আলাপনে
কাঁদে ক্লান্তির নাটাই,
আমিতো কাঁদিনি কখনো।
কন্ঠ ও সুর: আইয়ুব বাচ্চু