খুব সহজেই
দুঃখ দাও তুমি
এই আমায়…
সহজে আপন করে নাও,
এত সহজেই ভালবাসো যদি
হয়ে যাব দূরের বিষাদী।
তুমি যেন নিজের মত আসো যাও
ডুবিয়ে অভিমানে নিমিষেই,
বুকটা আমার কম-বেশী আবেগী
চায়নি কিছুই এভাবেই।
আবেগী বাতাস এলোমোলো ছুঁয়ে যায়
চুপি চুপি সুখেরই আশায়,
হিসেবি সুখে একটু তুমি হাসলেই
কিছু যেন তবুও ফিরে পাই।
কন্ঠ ও সুর: আইয়ুব বাচ্চু