মুঠো ভরা স্নিগ্ধতা

মুঠো ভরা স্নিগ্ধতা
ভর দুপুরের মৌনতায়
অগোছালো করে সব
ভালোবেসে সঙ্গ চায়।

অকারণে চোরা-টান
চুপি চুপি; হেসে যায়
তোমারই অভিমান
আমাতেই; মিশে যায়।

শ্যামল ছায়া চোখের পরে
একা একা বিষাদ ঘরে
এলোমেলো যেন তুমি
খুঁজে যাও; ভাবছো কি।

আঁড়াল ভাঙা সুখ যেন
কিসের আশায় ঝরে যায়
আমার আশা; আমার মতো
তোমাকে শুধু কাছে পাওয়ায়।

কন্ঠঃ নাসিম আলী খান
সুরঃ আইয়ুব বাচ্চু