ষোল আনা

কেবা তুমি কেবা আমি
কেবা অন্তর্যামী,
কেবা দন্ডে অন্তর্দাহী
সালতামামী।।

কার কাছে কেবা যায়
কার কাছে কেবা দায়,
কার কাছে কে লুকায়;
জাত-নিশানা
কার কাছে কে আসল
ষোল আনা।।

মাপা-মাপি বাজারদর
হিসাবের গুড়-মুড়ি-সর,
ভাগে পড়ে এদিক-ওদিক
কেউ বোঝেনা।

জারিজুরী গুণবিচারী
থাকো খাও মাসকাবারী
কি পেয়েও কেবা আর
কিছুই পায়না।

চোবা-হাসি ক্ষয়-কাশি
পূণ্য না পাপ বেশী,
এতো আড়াল করেও
আড়াল হয় না।

কন্ঠ ও সুরঃ আইয়ুব বাচ্চু