সুইসাইড নোট

বাঁচার ইচ্ছেগুলো;
আকণ্ঠ হতাশায়,
নতজানু প্রায় অঙ্গীকার;
সহানুভূতির আশায়।
মৃত স্বপ্নের বুক চিরে
ডুকরে উঠে কারো ক্রোধ,
পরিচয়হীন কোন মানুষ
লিখে যায় এক সুসাইড নোট।

“এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”

বেহিসেবী এই জীবন
এভাবেই কেটে যায়,
প্রাপ্তিহীনতার কষ্ট
সময়ের হিসেব রেখে যায়।

এক রাশ অপ্রাপ্তি নিয়ে
বেড়ে উঠে কারো সংশয়,
পরাজিত স্বপ্নের কাছে
বেঁচে থাকা মিথ্যে হয়।

নিয়তির মুচকি হাসি
অসহায় করে দেয় এই মন,
নিরাশার হাতে হাত রাখি
খুজে যায় অন্য ভূবন।

তবুও ছাড়ে না পিছু
উপহাসে ভরা স্মৃতি,
পরাজিত স্বপ্নের কাছে
বেঁচে থাকা মিথ্যে হয়।

কন্ঠ ও সুরঃ আইয়ুব বাচ্চু