ভিতর-মহল

তুমি যত বাহিরে আঘাত হানো,
ভিতরে ভিতরে
আমার প্রতিজ্ঞা তত জোর পায়।
প্রকাশ্য সভায়
তুমি যত
হাততালি-জমানো ব্যঙ্গ ছুঁড়ে দিয়ে চলে যাও,
ততই আমার
শ্রদ্ধা ও বিশ্বাস বেড়ে যায়
নিজের উপরে।

আসলে কথাটা এই, দরকারমতন আমি
ফিরে আসতে পারি, ফিরে আসি
নিজের নিতান্ত কাছে,
একান্ত নিজস্ব এই ঘরে।
ব্যর্থ হয়ে যায় তাই তোমার বিদ্রুপ, হাসাহাসি।
এসো হে, নিজের চোখে দেখে যাও,
বাহিরে সূর্যকে তুমি নিবিয়ে দিয়েছ,
তবু এই ভিতর-বাড়িতে
ভোর হয়ে আছে।

১৮ বৈশাখ, ১৩৭৭