এখন প্রার্থনা

যে আমার বন্ধু, আমি যেন তার বন্ধুতালাভের
যোগ্যতা অর্জন করি।
যে আমার শত্রু, যেন সে আমার প্রতিদ্বন্দ্বিতার
যোগ্য হয়।
শত্রুমিত্রনির্বিশেষে যেন স্বভাবের
সমস্ত ক্ষুদ্রতা আমি সমূহ বর্জন করি।
যা আমার ভোগ্য, যেন সকলজনের ভোগ্য হয়।
উদ্যত রয়েছে ছুরি, থাকুক, তা নিয়ে
ভাবনা করি না।
কী লাভ স্বপ্নের মধ্যে রক্তহীন প্রাসাদ বানিয়ে,
রক্ত যে অমোঘ- আমি জানি।
যা নয় নিবার্য, সেই নিয়তির জন্য তাই চিন্তায় ধরি না
লেশমাত্র ভয়।
নিদ্রার মুহূর্তে শুধু এই শেষ প্রার্থনা আমার:
যে-হাত তুলেছে ছুরি, যেন সেই উদ্যত কঠিন হাতখানি
লােহা তামা পিত্তল কি সিসার বদলে
মাংস ও শোণিতে গড়া হয়।

৮ ফাল্গুন, ১৩৭৬