দ্বিধাগ্রস্থ পাপে

আমি নিষিদ্ধ ফলের স্বাদ কোনোদিন গ্রহণ করি নি,
অপেক্ষায় ছিলাম, সমদ্র যেমন নদীর অপেক্ষায় থাকে।
নদী যেমন প্লাবনের অপেক্ষায়।
কোনো বোধ পাথুরে খনির থেকে উঠে এসে
প্রেম হয়ে আমাকে জ্বালাবে, এ আশায়।
নিষিদ্ধ নারীকে আমি কোনোদিন ভাবি নি সঞ্চয়।
কোনোদিন স্পর্শ করে দেখি নি সে পাপ।

আমি অপেক্ষায় ছিলাম, বিপ্লব যেমন তার
নিজের ভিতরে ক্রমে ক্রমে সংঘটিত হয়ে অন্তিম
লগ্নের অপেক্ষায় থাকে। ঊধর্বগামী স্তনের উদ্ভাসে
যুবতীর বক্ষদেশ যেরকম অপেক্ষায় থাকে।

সমুদ্রমন্থনক্লান্ত নাগিনীর মতো একদিন
প্রেম এসে নিজ হাতে শিখাবে মন্থন, এ আশায়
আমি নিষিদ্ধ নারীর স্বাদ গ্রহণ করি নি।

বলে দাও হে তাপস কোন পাপে মুক্ত হবো আমি।