জেনারেল এ্যামনেষ্টি

যখন একটি নারী আমাকে উপেক্ষা হেনে অতিক্রম করে যায়
আমি তার গন্তব্যের দিকে শেষবার ত্বরিৎ তাকাই,
তার আত্মার মাগফেরাত কামনা করে বলি, হে আল্লাহ,
তুমি ওকে ক্ষমা করো, ওকে তুমি দুঃখ দিও না।

অতঃপর প্রথাসিদ্ধ এক মিনিটের ক্লান্ত নীরবতা কেটে গেলে
আমি জানি একদিন সব নারী করজোড়ে দাঁড়াবে দুয়ারেঃ
“ভুল হয়ে গেছে প্রভু, আমি বড়ো দৃষ্টিহীন। তোমাকে দেখি নি।”

আমি সব নারীকেই ক্ষমা করে দেবো।