কিছু কিছু শব্দ

এমনও শব্দ আছে যা সেই তীব্র তীক্ষ্ম বুলেটের মতো
বক্ষকে বিদীর্ণ ক’রে দেয়ালের পলেস্তারা স্পর্শ ক’রে যায়।

এমনও শব্দ আছে উচ্চারণে আর্তি থেকে আত্মা উঠে আসে।
সোনার কুঠার হাতে অতল সমুদ্র থেকে উঠে আসে দেবী,
উঠে আসে অশ্বমুখ, সিংহবাহনযুক্ত যুবতীর আশ্চর্য ভৈরবী।

এমনও শব্দ আছে যা সেই তীব্র তীক্ষ্ম বুলেটের মতো
জীবন বিদীর্ণ ক’রে মৃত্যুর পলেস্তারা স্পর্শ ক’রে যায়,
উচ্চারণে কাঁপে স্বর্গ, শব্দের যোনির মধ্যে দুঃখ ডুবে যায়।