অগ্নি-উপাসক

দেহের সমস্ত রক্তে লালমদে অবশেযে লেগেছে আগুন।
এখন অস্পৃশ্য কিছু নেই। অদৃশ্য, অনার্য কিছু নেই।

মাটির নিচের নীল মদের পিপায় সে-আগুন ছড়িয়ে পড়েছে,
মশারিতে লেগেছে বাতাস।
কিছুই অগ্রাহ্য নয়, দৃষ্টিগ্রাহ্য সব নারী এখন খড়ের মতো
রক্তদাহ্য হবে। অগ্নির অস্পৃশ্য কোন জন?

আমার এখন একটা হ’লেই চলে। কিছু হ’লেই চলে।

বুকের নিচের কালো পাটাতনে লেগেছে আগুন,
এখন সমস্ত পালে জীবনের অদৃশ্য বাতাস।