ঐ যে স্ত্রৈণ যায়

যে আমাকে স্ত্রৈণ বলে বলুক,
আমি অগ্নি সাক্ষী রেখে
তোমাকে বলেছি- স্ত্রী।
চন্দন চিতার বুকে তুমি এসে
শুয়েছো শয্যায়। আমার যৌবন
যাহা চায় তুমি তার সবই এনে
দিয়েছো সাজিয়ে। সহমরণের

স্পৃহা যতবার জ্বলেছে আমাতে,
ততবার জ্বলেছো তুমিও। আমার কী
সাধ্য আছে তোমাকে সাজাই?
আমি অনন্তকে সাক্ষী রেখে
তোমাকে বলেছি- স্ত্রী।
আমি শুধু স্ত্রৈণ হ’তে চাই।

যে আমাকে স্ত্রৈণ বলে, বলুক।