পাথরের সাপ

আমি সূর্য স্পর্শ ক’রে দেখেছি দুপুর,
আমি আকাশের নীল গালে মখ ঘ’ষে
আকাশ দেখেছি- অপূর্ণ চাঁদের ঠোঁটে চুমু খেয়ে,
দেখেছি পূর্ণিমা। পরীব পাথর ছুঁয়ে
দেখেছি পাহাড়, আমি সাপকেও বুকে নিয়ে
বহু রাত কাটিয়ে দেখেছি। আজ কেনো
স্মৃতি বেঁচে নেই, শুধু মনে আছে একদিন
চিহ্নহীন আমাকে দেখেই তুমি উঠে গিয়েছিলে-
যেন তুমি নিজেই আকাশ, সূর্য, অপূর্ণ-চাঁদের
চোখে পাথরের সাপ, -আমি পাপ।

বলো তুমি প্রেম হবে কোন খানে ছুঁলে।