বোধিলাভ

লক্ষ এ প্রাণ-হার বাঁধা তব বক্ষে
দুটি স্নেহ-বাহু তব নিশিদিন রক্ষে;
অনিমেষ আঁখিতারা স্নেহাতুরা ধাত্রী
প্রহরায় জেগে আছে চির দিনরাত্রি।
একবার বুকে লও, একবার অঙ্কে,
একবার তুলে’ ধর বাহুর পালঙ্কে;
কিছু যেন না হারায়, নাহি যায় শূন্যে;
চোখে চোখে রাখিয়াছ অসীম কারুণ্যে।
কত ঢেউ উঠে পড়ে কত হয় চূর্ণ,
তবু এ সাগর জল চির পরিপূর্ণ।
যে ফুল ঝরিল সে ত ফুরাল না হ’য়ে শেষ,
ফুটিল কোরক হ’য়ে পরিয়া নূতন বেশ।
কোথাও যে সীমা নাই, কোথা নাই অন্ত,
এ জগতে বেঁচে আছে চির-প্রাণবন্ত।
তোমারে জানিছে যবে হৃদয়ের স্পন্দে,
আঁখিজলে ডুবে যায় অসীম আনন্দে।
বিশ্ব এ ভরা আছে তব প্রাণে পরিপূর,
-দুঃখ কি সুন্দর, মৃত্যু কি সুমধুর!