গোপন আশ্রয়

আপনারে তুমি লুকায়ে রাখিতে চাও,
মোদের হৃদয় আড়ালে পেতেছ ঠাঁই,
তুচ্ছেরে তুমি রাজসম্মান দাও,
তাইত তোমারে ভুলিয়া থাকিতে চাই!
এমনি নিজেরে রেখেছ সঙ্গোপনে,
তোমার করুণা পড়ে না মোটেই মনে,
অপমানিতেরে আদর করিতে জান,
তাইত হৃদয়ে বিন্দু লজ্জা নাই!

তুমি যে বহিছ অগৌরবের ডালা,
তাইত জীবন এখনও হয়নি ভারি,
গোপনে জপিছ শান্তির জপমালা
এত অপমান তাই সহিবারে পারি!
বহিতেছ ভার সব সুখে সব দুখে,
আমার আঘাত বাজিছে তোমার বুকে,
তবু ত তোমার করুণা পড়ে না মনে,
হৃদয়ে ঝরিছে করুণা-নিঝর-বারি!

উদ্ধত প্ৰাণ কেন নাহি কর নত?
স্পর্দ্ধা আমার কেন সহিতেছ স্বামী?
তুলিয়া লইছ আমার বেদনা ক্ষত
প্ৰাণ হ’তে প্রাণ! ওগো আমা হ’তে আমি!
মহা শাসনের রুদ্র রক্ত আঁখি
কেন অন্তরে চির জাগ্রত রাখি,
সকল ভ্রান্তি সকল গর্ব্ব হ’তে
ফিরায়ে লওনা হৃদয় বিপথগামী?