মাঙ্গলিক

দুলাইয়া দেরে কুসুমের হার
মঙ্গল ঘটে দুয়ার সাজা,
ঘরে ঘরে কর দীপালী বাহার
পবিত্র শুভ শঙ্খ বাজা।
আনন্দে, গীতে, গন্ধে, বর্ণে
উচ্ছ্বসি উঠে প্রাণের হাসি,
লোহিতে, হরিতে, রজতে, স্বর্ণে
বিকশিছে হৃদি-পুলকরাশি।
মন্দ পবন ঘুরে ঘুরে মরে
প্রাণের মধুর সাহানা রাগে,
হাজার ধারায় আনন্দ ঝরে,
নয়নে হাসির কাজল লাগে।
দেরে উলুধ্বনি, জ্বালা দীপ জ্বালা
সাজাইয়া ঘট আমের ডালে,
তুলে ধর্ ওরে বরণের ডাল।
আয়োজন ভার সোণার থালে।

(গ্রন্থটি অনেক পুরাতন হওয়ায় এর ২৫৩-২৫৬ পৃষ্ঠা পাওয়া যায়নি। সেখানে এই কবিতার বাকি অংশ রয়েছে। যখনই পূনোরোদ্ধার সম্ভব হবে, তা এখানে প্রকাশ করা হবে।)