তাই

ব্যথা আমি সইতে পারি
তাই ত ব্যথা দাও,
দণ্ড তোমার বইতে পারি
তাই মারিতে চাও।

তোমার হাতের পরশ রাগে
প্রাণে আমার রং যে জাগে,
তাই ত ব্যথার রং দিয়ে, প্রাণ
রঙ্গীন ক’রে নাও।

ঐখানে যে গরব আমার
ঐখানে যে সুখ,
ঐখানে যে তোমার আঘাত
পূর্ণ করে বুক।
তোমার ব্যথায় কোরক টুটে’
আমার পূজার কুসুম ফুটে,
তোমার মুঠার আঘাত দিয়ে
তাই মোরে কাঁদাও।