আবার আমারে নবীন জীবনে
দীক্ষা দিলে গো জীবন-নাথ,
আমার সেবার পূজা আয়োজনে
করিলে আবার নয়নপাত।
নীরব কণ্ঠে দিলে নব সুর,
নূতন আশাটি করিলে দান,
হে চির-মোহন, হে চির-মধুর,
হে চির-নবীন, হে চির-প্রাণ!
নামিয়া এসেছ ভক্তি-সরস
ধরিতে আমার অর্ঘ্যভার,
-আমার বেদনা, আমার হরষ
হবে কি তোমার গলার হার?
সুন্দর, তুমি লহ লহ মোরে,
লহ জীবনের সাধন-ধন,
সুন্দর কর তোমার আদরে
আমার সেবার এ আয়োজন।