পাতিল-প্রমাদ বা প্রসহ্য প্রতীবাদ

আমরা কোমর বাধিয়া দাড়াইনু সবে,
বর্ণ-গৰ্ব্ব রাখিব পণ;-
এই চিঁড়ে-ফলারিয়া চিড়িস্তন আর
ইক্ষু-দাতন ইস্কাবন!
পাতিলের বিল নাকচ বাতিল
করিব আমরা স্পষ্ট কই,
হরবোলা-গাঁই হরতন মোরা,
মোরা হেঁজিপেঁজি মোটেই নই!
দ্যাখ তাসের মতন মোরা চারি জাতি,
আমরা সবাই জ্যান্ত তাস,
তাসের কেল্লা সাকিন্, রয়েছি
ভয়ে ভয়ে পাছে লাগে বাতাস!
অঘরে অজাতে বিয়ে হবে নাকি?
ছি ছি শুনে লাজে মরিয়া যাই!
তাতে যে বর্ণসঙ্কর হয়
গীতাকার ব্যাস বলেছে ভাই!
বলেছে মৎস্যগন্ধার ছেলে
অজাতে অঘরে বিবাহ নয়,
সত্যবতী ও জাম্ববতীরে
ধামা-চাপা দিয়ে গাওরে জয়।

(কোরাস) ড্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং
Inter-caste marriage hang!
পাতিল-বিল বাতিল- এই
ছ্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং!

হে হো, পাতিলের বিল করিতে বাতিল
উদয় হয়েছি আমরা হে,
এই তামাটে ও মেটে ভুসুটে পাঁশুটে
কুচকুচে কালো জাম্রা হে!
ছি ছি ভিন্ন বর্ণে বিয়ে কভু হয়?
বধির হওরে কর্ণ উঃ।
আরে বিয়ে হয়নাকো, বিয়ে হয়নাকো,
নিকে হয় আসবর্ণ হুঁ!
দ্যাখ উচ্চবর্ণ আমরা বেজায়,
আমরা দেশের ভরসা তাই,
শুধু কলিকাল ব’লে রংটা বেতর,
এক কলি দিলে হ’ব ফর্সা ভাই।
(কোরাস) ড্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং
Inter-caste marriage hang!
পাতিল-বিল বাতিল- এই-
ছ্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং!

দ্যাখ জম্বুদ্বীপে বাস ক’রে হ’ল
জামের মতন জেল্লাটা হে!
মোদের Arctic Home এ ফিরে যদি যাই,
মেরে দিই তবে কেল্লাটা হে!
শুধু জাম খেয়ে রঙে জাম্ড়ো পড়েছে,
নইলে আর্য্য আমরা খাঁটি ও সাঁচ্চা,
তাই প্রতি পরিবারে চাতুর্ব্বর্ণ্য
কিবা কালো, ধলো, বুলু, ব্রাউন বাচ্ছা!
তবে রঙের বড়াই কর একজাই,
কৃষ্ণচৰ্ম্ম শৰ্ম্মআ জাগো!
থেটে খুন্তি-কলমে লেখ বক্তৃতা,
সাড়ে-সাতান্ন ফৰ্ম্মা দাগো।
দ্যাখ রঙে আছি মোরা রঙের গোলাম-
রঙের টঙের সঙের পাঁতি,
রঙে আছি, তাই টঙে ব’সে আছি,
কেউ বা কাগজি কেউ বা পাঁতি।
কেউ বা মাচায়, কেউ বা তলায়,
কেউ ঘেঁষাঘেঁষি, কেউ তফাতে,
সব সঙই যদি টঙে ভিড় করে
ধপাৎ হবে যে অধঃপাতে!
(কোরাস) ড্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং
Inter-caste marriage hang!
পাতিল-বিল বাতিল- এই-
ছ্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং!

দ্যাখ সতীদাহ রদ, বিধবা-বিপদ্
বাধিয়ে তো ডেকে এনেছ ফাঁড়া,
বাস্ রহিত-গোত্র রুইতন বলে
রঙের এ টঙে দিয়ো না নাড়া।
দ্যাখ ভেস্তে দিয়ে না রঙের খেলাটা,
ফেলোনাকে দেখে হাতের তাস,
(কিন্তু সনাতন হরতনের টেক্কা?-
আরে! কোথা গেল? সর্বনাশ!)
আহা গুলিয়ে দিয়ো না, রোসে বাপু, রোসো,
ওই যে চিঁড়ের তিরির গায়-
দ্যাখ লেখা আছে হরতনের টেক্কা,
আর ভয় মোর করি কাহায়?
তবে ভেঁজে নাও তাস্, বাস্ ভায়া বাস্,
লম্বা টিকিতে লাগাও মাঞ্জা,
মোদের সেট্-ভাঙা তাস, কোরোনাকো ফাঁস,
ক’সে খেলো,- হবে ছক্কা-পাঞ্জা।
(কোরাস) ড্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং
Inter-caste marriage hang!
পাতিল-বিল বাতিল- এই-
ছ্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং!

দ্যাখ অ-অ-ই-উ বলি হাই যদি খালি
তোলা যায় স্বরবর্ণেতে,
টিকটিকি তবে কি করিতে পারে?-
তোলে না ত কেউ কর্ণেতে।
কিন্তু স্বরে ব্যঞ্জনে ঝঞ্ঝাট যাই
বাক্যের হয় সৃষ্টি গো,
অমনি অর্থেরও খোঁজ প’ড়ে যায়, পড়ে
আইনেরও খরদৃষ্টি গো,
তাহে ফ্যাসাদের পর ফ্যাচাঙ্ আসিয়া
করয়ে সমাচ্ছন্ন হে,
এর হেতুটা কি জানা?- স্বরে-ব্যঞ্জনে
বিবাহটা অসবর্ণ যে!
(কোরাস) ড্যাডাং ডাং ড্যাডাং ড্যাং
Inter-caste marriage hang!
পাতিল-বিল বাতিল- এই-
ছ্যাড্যাং ড্যাং ড্যাডাং ড্যাং!

দ্যাখ বর্ণধৰ্ম্মে করি’ অবহেলা
দেবতারও নাহি অব্যাহতি,
হেঁ হেঁ ফ্যালফ্যালাইয়া কি দেখিছ বাপু?
বোসো ঐখানে শুনিবে যদি।
ঐ ঘুঁটিঙের চূণ চেয়ে সাত গুণ
রং ছিল মহেশের সাদা রে!
তিনি করিলেন বিয়ে হলুদ-বরণা
উমারে,- গ্রহের ফের দাদা রে
তাহে কি যে অঘটন ঘটিল, শ্রবণ
কর যদি থাকে কর্ণ, আহা!
হল পার্ব্বতীসুত লম্বোদর
চূণে-হলুদিয়া বর্ণ ডাহা!
(কোরাস) ড্যাডাং ডাং ড্যাডাং ড্যাং
Inter-caste marriage hang!
পাতিল-বিল বাতিল- এই-
ছ্যাড্যাং ড্যাং ড্যাডাং ড্যাং!

দ্যাখ ছাপাখানা হয়ে ছত্রিশ জাতে
শাস্ত্র বেবাক পড়িছে হায়,
নাই পেয়ে পেয়ে অলপ্পেয়েরা
মাথায় ক্রমশঃ চড়িতে চায়
আহা ভালো ছিল যবে শাস্ত্র শিকায়,
ধৰ্ম্ম ছিলেন টিকিতে ভোঃ
এখন ছোট মুখে শুনি বড় বড় কথা,
তর্কে না দ্যায় টিকিতে, ওঃ
আরে শাস্ত্র-তর্ক তোরা কি জানি?
ভারি দেখি আস্পর্ধা যে!
জোড়া-ঠ্যাংওলা শাস্ত্র আমরা,
‘আমাদিগে নাই শ্রদ্ধা রে!
তর্ক মোদের শুনে হাসি পায়,
হায় রে গণ্ডমূখ হায়!
শাস্ত্র-তত্ত্ব সোজা নয় মূঢ়,
পূর্ণ সে গৃঢ় সুক্ষ্মতায়!
(কোরাস) ড্যাডাং ডাং ড্যাডাং ড্যাং
Inter-caste marriage hang!
পাতিল-বিল বাতিল- এই-
ছ্যাড্যাং ড্যাং ড্যাডাং ড্যাং!

হেঁ হেঁ তপন-তনয় তপতীর কেন
নরকুলে বিয়ে হইল রে,
আর ঋষি বশিষ্ঠ বিলোম বিবাহে
ঘট্কালি কেন কৈল রে।
মানুষের ছেলে, দেব্তার মেয়ে-
এ ত অনুলোম বিবাহ নয়,
এই ত প্রশ্ন? শ্রদ্ধাযুক্ত
চিত্তে শুনহ কিসে কি হয়।
দ্যাখ সুৰ্য-সুতারে বিবাহ করিলে
যম শনি হয় বড়-কুটুম্,
তাই তপতীর সাথে বে’র কথা হ’লে
দেবতা-কুলের ঘুচিত ঘুম।
কারণ শনি কি যমকে শ্যালক বলিলে
হন যদি ওঁরা ক্রুদ্ধ হে,
তবে হয় ত দণ্ড পড়িবে মুণ্ডে
কিংবা উড়িবে মুণ্ড-শুদ্ধ রে!
আবার জায়া যদি কভু বায়না ধরেন
ভায়ের বাড়ীতে যাইতে গো,
তবে যম-ঘরে তাঁরে হয় পাঠাইতে,
আশা ছেড়ে দাও তার চাইতে ও।
কিন্তু সূর্যের মেয়ে থুব্ড়ো থাকিবে
সে যে মহাপাপ শাস্ত্রে কয়,
তাই ঘট্কালি করি’ বিলোম বিবাহ
দিল বশিষ্ঠ হয়ে সদয়।
দ্যাখ সকল অবিধি বিধি হয় তেজী
তেজপাতাদের পক্ষেতে,
আর যমকে তো লোকে বলেই শ্যালক-
তাই বাধিল না সম্পর্কেতে!
(কোরাস) ড্যাডাং ডাং ড্যাডাং ড্যাং
Inter-caste marriage hang!
পাতিল-বিল বাতিল- এই-
ছ্যাড্যাং ড্যাং ড্যাডাং ড্যাং!

হুঁ হুঁ ঠাণ্ডা করিয়া দিয়াছি,- ওকি ও!
ফের লোকগুলা আসে যে ঝুঁকে,
বলে হরের ঘরণী গঙ্গা কেমনে
করিল বরণ শান্তনুকে?
বলি অত খবরে কি দরকার শুনি
তামাসা পেয়েছে? ভারি যে ইয়ে?
গঙ্গার কথা গঙ্গা জানেন,
যা না সেথা দড়ি কলসী নিয়ে!
হেসে কুটিকুটি, ভারি যে আমোদ,
ফষ্টিনষ্টি সবারি কাছে?
বলি যাওনা ঢেউয়ের বহর দেখ গে,
হুঁ হুঁ হাঁ-করা মকর মুখিয়া আছে।
(কোরাস) ড্যাডাং ডাং ড্যাডাং ড্যাং
Inter-caste marriage hang!
পাতিল-বিল বাতিল- এই-
ছ্যাড্যাং ড্যাং ড্যাডাং ড্যাং!

ওকি ফের গুজ্গাজ্! কাণ্ড কি আজ!
ফের হাউমাউ! চাও কি বাপু?
হেরে হেরে দেবো হারিয়ে সবারে,
বচনে কখনো হব না কাবু।
কি? শৈব বিবাহ? গোস্বামী-মত?
বাধ্য নাহিক শুনিতে অত;
গোস্বামী-মত হবে সে পরাহে,-
শ্রদ্ধাহীনের তর্ক যত!

দ্যাখ শুনে যাও শুধু, তর্ক করো না,
কথার উপরে কয়ো না কথা,
নিজের গলাটা জাহির করিতে
বাহির কোরো না ছুতো ও নতা।
আমরা বলিব, তোমরা শুনিবে,
এই সনাতন দেশের রীতি,
মোদের দিয়ে ধুয়ে তোরা ভক্তি করিবি,
নিয়ে থুয়ে মোরা জানাব প্রীতি!
তর্ক করো না, তর্কের শেষ
হয় না কখনো জান না তা কি?

হেঁ হেঁ গণেশের কলা-বৌকে দেখিয়ে
শেষে উদ্ভিদ্-বিয়ে চালাবে নাকি?
(কোরাস) ড্যাডাং ডাং ড্যাডাং ড্যাং
Inter-caste marriage hang!
পাতিল-বিল বাতিল- এই-
ছ্যাড্যাং ড্যাং ড্যাডাং ড্যাং!

দ্যাখ মোরা সনাতন রঙের গোলাম,
বর্ণের দাস আমরা সবে,
ভিন্ন রঙের টেক্কা যে মারি
সে কথা স্বীকার করিতে হবে।
ওই পরের নহলা কেবলি ন ফোঁটা,
আমার নহলা চৌদ্দ সে,
একথা যেজন জানে না সে মূঢ়,
মানে না যে- চোর বৌদ্ধ সে।
আমরা ফ্যাসানের ঝাঁকে হব না নেশান,
যা আছি তা মোরা রব নাগাড়,
দলাদলি ক’রে, কিলোকিলি ক’রে
ভাগে ভাগে স’রে যাব ভাগাড়!
শত্রুরা বলে চোটে গেছে রং,
যা আছে সে শুধু রঙের ঢং,
যাক্ রং, থাক্ ঢং আমাদের,
রঙের ঢঙের আমরা সং!
(কোরাস) ড্যাডাং ডাং ড্যাডাং ড্যাং
Inter-caste marriage hang!
পাতিল-বিল বাতিল- এই-
ছ্যাড্যাং ড্যাং ড্যাডাং ড্যাং!

দ্যাখ ছুঁৎ-মার্গের আমরা পাণ্ডা
বর্ণ-গর্ব্বে বনেদ গাঁথা,
মোদের বর্ণ যদিচ বর্ণনাতীত,
কিছু তামা, কিছু তামাক-পাতা!
তবু বর্ণে আমরা শ্রেষ্ঠ শুনেছি,
শ্রুতি সে যে-হেতু শোনা সে যায়,
ওহো শ্রুতি অমান্য করিবি-কি তোরা-
ইহ-পরকাল খোয়াবি হায়!
জাগো জাগো তবে ভাই, ওঠ তবে ভাই,
জাগহ, কিন্তু মেলোনা চোখ,
বর্ণ মানে যে রং হয়, সেটা
জানা ভাল নয় যতই হোক।
চক্ষু-কর্ণে বিবাদ বাধায়ে
বল্ তো মানিবি কারে সালিস?
তবে জেগে চোখ বুজে চেঁচারে,- যদি এ-
নিরেট গুরুর সল্লা নিস্।

সোনামুগ কালো-কলায়ে তিসিতে
ভুষিতে মিশিয়া রয়েছি বেশ,
বর্ণ-গৰ্ব্ব রয়েছে বজায়
চোখ খুলে কেন বাড়ানো ক্লেশ?
বর্ণ সত্য জাতি সনাতন,
Inter-caste? কখনো নয়!
সনাতন চিড়িতন হরতন
ইস্কাবনের গাহ রে জয়!
(কোরাস) ড্যাডাং ডাং ড্যাডাং ড্যাং
Inter-caste marriage hang!
পাতিল-বিল বাতিল- এই-
ছ্যাড্যাং ড্যাং ড্যাডাং ড্যাং!