জীবনের শেষ ক’টা দিন

জীবনের শেষ কটা দিন,
তোমারই কাছে যেন থাকতে পারি।

এই চাওয়া, শেষ চাওয়া,
এই পাওয়া, শেষ পাওয়া।।

পথ শেষে পিছনে তাকাই,
আছে স্মৃতি আর কিছু নাই।
এই আমার শেষ অবসরে,
কতকিছু আজ মনে পড়ে,
সারাজীবন পাঁশে ছিলে।

বন্ধু শুধু ছিল একজন,
সেতো তুমি নেই কিছু প্রয়োজন।
জীবনের শেষ বেলায় এসে,
চুপিচুপি বলি অবশেষে,
তোমাতেই গান গাই।

কন্ঠঃ আজম খান
সুরঃ প্রিন্স মাহমুদ