যদি

যদি কখনও অসহায়
নিজেকে মনে হয়,
যদি কখনও একাকী
মনে হয় তোমার দুঃসময়,
তুমি ডেকো বন্ধু সে সময়
জেনো পাশেই পাবে আমায়।

যদি দুঃখের অজস্রতায়
ভেসে যাওয়ায় সময় কাউকে না পাও,
স্মরন করো আমায়, ছুঁটে আসবো
যদি অনেক দিনের গড়া স্বপ্ন
ভেঙে চৌচির হয়ে যায়,
নিয়ম ভাঙা নিয়ম, নিয়ে আসবো।

যদি, যন্ত্রনার পদধ্বনি শুনতে পেয়ে
কোন বন্ধুকে কাছে না পাও,
ভাঙ্গনের শব্দ শুনে ভয় পাও,
যদি নীল আকাশ কালো হতে দেখ,
ভালবাসার অনাবৃষ্টিতে কষ্ট পাও,
না পাওয়ার ব্যর্থতায় হৃদয় চৌচির হয়ে যায়,
যদি, প্রলয়ের দিনে বৈশাখী শ্রাবণে,
উপলব্দি করো আমায়।

কন্ঠ: জুয়েল
সুর: প্রিন্স মাহমুদ