কাল আপন আজ পর

চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে
বলে গেলে আমাকে প্রয়োজন নেই,
মনে হলো সব যেন দুঃস্বপ্নের মত
একি হয় সব শেষ এক কথাতেই।

কাল যে আপন ছিল
আজ হলো পর,
এ আশার খেলাঘর বালুচর
হৃদয়ে হৃদয় যে টান,
এতকাল ছিল নেই কেন নেই
মন আমার।

প্রতিশ্রুতি কেন যে মানুষ দেয়
দেয়া কথা কেন যে ফিরিয়ে নেয়,
হৃদয় আমার একলা আকাশের মতন
মগ্ন মেঘেরই জাল বোনায়।

একি তবে ভাগ্যের পরিহাস
হবে না জানি এ প্রেমের ইতিহাস।

কন্ঠ: মিজান
সুর: প্রিন্স মাহমুদ