কোন এক সাঁঝে দেয়া কথা
কোন আশ্বাস সাথী করে,
রংধনু রঙে এঁকেছিলে
কেন হৃদয়ের ক্যানভাসে?
আমাকেও কোন মায়াজালে
অচেতন করে নিয়েছিলে,
বুঝিনি সেই মন নিয়ে
কি খেলা তুমি খেলেছিলে।
অবহেলা আর অনাদরে
এ হৃদয়টা ভেঙ্গে দিয়ে,
কি করে বোঝাবো আমি
সবটাই তার ভুল নিয়ে।
বোঝাতে পারিনি
এই মনকে কিছু আমি।
অকারণ আর কারণের মায়াডোরে
বাঁধনের সেই সুতোটা গেল ছিঁড়ে,
পারোনি তুমি নিজে বুঝতে
পারোনি আমাকেও বোঝাতে।
কি নিয়ে বল বেঁচে থাকি
এই আমি।
কন্ঠ: শাফিন আহমেদ